
নিউজ ডেস্ক:
জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন বছরে সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সময়ে টানা কয়েক দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে, যা পরিবার বা ভ্রমণ পরিকল্পনার জন্য বেশ সহায়ক হতে পারে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলেছে। ধর্মীয় ছুটির ক্ষেত্রে মুসলমানদের জন্য পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয় দিন, খ্রিষ্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
চলুন দেখে নেওয়া যাক—২০২৬ সালের কোন কোন মাসে টানা লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
ফেব্রুয়ারি
চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ওই সপ্তাহে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
মার্চ
মার্চ মাসে রয়েছে একাধিক লম্বা ছুটির সম্ভাবনা। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদের দিন সাধারণ ছুটি এবং এর আগে ও পরে নির্বাহী আদেশে কয়েক দিন ছুটি থাকায় টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।
এছাড়া ১৭ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে শবে কদরের ছুটি রয়েছে। এর সঙ্গে ১৮ মার্চ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে মোট সাত দিনের ছুটি পাওয়া সম্ভব।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটি থাকবে। এর আগে (২৫ মার্চ) বা পরে (২৯ মার্চ) একদিন ছুটি নিলে টানা চার দিনের ছুটিও পাওয়া যাবে।
এপ্রিল
এপ্রিল মাসে পহেলা বৈশাখকে কেন্দ্র করে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সরকারি ছুটির আগে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের অবকাশ মিলবে।
মে
মে মাসে সবচেয়ে দীর্ঘ ছুটি পাওয়ার সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদের দিনসহ আগে ও পরে নির্বাহী আদেশে মোট ছয় দিনের ছুটি থাকবে।
২২ ও ২৩ মে শুক্র ও শনিবার হওয়ায়, যদি ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি ম্যানেজ করা যায়, তাহলে ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।
আগস্ট
আগস্ট মাসে দুই দফায় লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরের দিন বৃহস্পতিবার একদিন ছুটি নিলে শুক্রবার ও শনিবারসহ টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি রয়েছে। এখানেও পরদিন একদিন ছুটি নিলে চার দিনের টানা ছুটি মিলবে।
অক্টোবর
অক্টোবর মাসেও লম্বা ছুটির সম্ভাবনা রয়েছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ২২ অক্টোবর একদিন ছুটি নিলে পরের শুক্র ও শনিবার মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।
ডিসেম্বর
বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে লম্বা ছুটির সুযোগ। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবসের সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।