
নিউজ ডেস্ক:
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। সকাল গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না, এতে বিপাকে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ।
এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। রোববার (২৮ ডিসেম্বর) সেখানে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় রাতের শীত আরও বাড়তে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সোমবার সকালে দেওয়া নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করা হয়।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে আরও জানানো হয়, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে দেশের বহু অঞ্চলে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।