
নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-৮ (রমনা–মতিঝিল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে মনোনয়ন ফরম জমা দেন।
দলীয় সূত্র জানিয়েছে, জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা নাসীরুদ্দীন পাটওয়ারী শুরুতে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সে অনুযায়ী এনসিপি থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন। তবে পরবর্তীতে কৌশলগত সিদ্ধান্তে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।
নির্বাচনের মাধ্যমে বিপ্লবের লক্ষ্য, রাজনৈতিক সংস্কার এবং নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের দাবি সাধারণ মানুষের সামনে তুলে ধরাই তার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে এনসিপির দায়িত্বশীল সূত্র।
এদিকে, একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিও ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।