
নিউজ ডেস্ক :
জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, আনুষ্ঠানিকভাবে আম জনতা দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সদস্য সচিব তারেক রহমান তাকে স্বাগত জানান এবং সদস্যপদের আবেদনপত্র তার হাতে তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিরো আলম বলেন, রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার আগে তিনি একাধিক দলের সঙ্গে আলোচনা করেছেন। তবে আম জনতা দলের চিন্তাধারা ও রাজনৈতিক লক্ষ্য তার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এ দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং দলীয় পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি রয়েছে তার।
উল্লেখ্য, এর আগে হিরো আলম বগুড়া-৪ এবং ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।