
Multimedia Correspondent
ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে রাতারাতি অন্তত ৪০০ মুসলিম পরিবারকে গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় ২০০টি বসতঘর গুঁড়িয়ে দেওয়ায় শত শত পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, গত ২২ ডিসেম্বর ভোর ৪টার দিকে বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড। বছরের এই সময়টিতে প্রচণ্ড শীতের মধ্যে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এ অভিযান চালানো হয়।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, তারা প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের প্রত্যেকের কাছেই বৈধ আধার কার্ড ও ভোটার আইডি ছিল। তবে উচ্ছেদের আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। অনেক পরিবার প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার সুযোগও পায়নি।