
গাজীপুর প্রতিনিধি
নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ও ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভি কে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে টংগি এলাকা নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
যৌথ বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তাহরিমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ও ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
গ্রেফতারের সময় তাহরিমা তার বাসায় অবস্থান করছিলেন। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিরাপদ হেফাজতে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্যান্য প্রযোজ্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুয়া পরিচয় ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।