
নিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে নির্বাচনী তফসিলের অন্যান্য সময়সূচি সংশোধনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে সব রাজনৈতিক দলের সঙ্গে সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার সকালে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় তুলে ধরেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, বিদেশে বসবাসরত অনেক বাংলাদেশি ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো প্রয়োজন বলে তারা মনে করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে ভারতের পক্ষ থেকে তৎপরতা রয়েছে—এমন আশঙ্কার কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে কমিশনের কঠোর ভূমিকার দাবি জানানো হয়।
এছাড়া গণভোট ও ভোটাধিকার বিষয়ে নির্বাচন কমিশনের প্রচার কার্যক্রম পর্যাপ্ত নয় উল্লেখ করে তা জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেছে এনসিপি।