
গাজীপুর প্রতিনিধি
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের অপচেষ্টা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই বর্বর হামলা কোনো একক গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে ভয়ভীতি ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা অবিলম্বে হামলাকারী ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে এবং মুক্ত গণমাধ্যম রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধন চলাকালে ‘সাংবাদিক নির্যাতন বন্ধ করুন’, ‘মুক্ত গণমাধ্যম রক্ষা করুন’ এবং ‘সত্যের পক্ষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ’—এমন নানা স্লোগান দেওয়া হয়।