
নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যতীত কোনো দর্শনার্থী বা সহযাত্রীকে আগামী ২৪ ঘণ্টা প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৬টা থেকে ২৫ ডিসেম্বর বিকেল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তা ও সুষ্ঠু কার্যক্রম বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উক্ত সময়ে শুধু বৈধ টিকিটধারী যাত্রীদেরই বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি থাকবে।
২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের মাধ্যমে ঢাকায় আসবেন। জানা গেছে, তার ফ্লাইট বিজি ২০২০ ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ২৫ ডিসেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে বসবাসের পর দেশে ফেরার কারণে তারেক রহমানের সমর্থকরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় যে, একই দিনে বিমানবন্দর এলাকা, গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে জনসমাগমের কারণে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। তাই যাত্রীদের সময়মতো বিমানবন্দরে পৌঁছানোর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে যাতে যাত্রা নির্বিঘ্ন হয়।