সবুজ হত্যা মামলায় নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত মাগুরা মহম্মদপুর পলাশবাড়ী ইউনিয়ন এর ঔতিহ্য ও কৃতি সন্তান, এ আর সাইফুল ইসলাম । সংস্কারের নামে বছরের পর বছর খোঁড়া রাস্তা ধুনটে ঠিকাদার লাপাত্তা, মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী

সবুজ হত্যা মামলায় নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ Time View

নিউজ ডেস্ক:

 

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অটোরিকশাচালক মোহাম্মদ সবুজ হত্যার ঘটনায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ মোট ৭১ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) ফেনী সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন।

নিহত সবুজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের আব্দুল মালেকের সন্তান। আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের (বর্তমানে নিষিদ্ধ) সশস্ত্র নেতাকর্মীদের গুলিতে সবুজ নিহত হন।

এ ঘটনায় ১৩ আগস্ট নিহতের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিজাম উদ্দিন হাজারীসহ ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার সোহেল এবং জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

মামলাটির তদন্ত শেষে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া চলতি বছরের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৬৫ জনসহ তদন্তে শনাক্ত আরও ৫৯ জনকে যুক্ত করে মোট ১২৪ জনকে অভিযুক্ত করা হয়।

পরবর্তী কয়েক দফা শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা এসআই মো. ফারুক মিয়া জানান, মামলায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ৫ জন এবং সন্দেহভাজন ৪৯ জন রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে ৭ জনকে রিমান্ডে নেওয়া হলেও কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

ফেনী কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগপত্রে নাম থাকা ১২৪ আসামির মধ্যে বর্তমানে ৭১ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কপি শিগগিরই সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানো হবে।

উল্লেখ্য, ওইদিন মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সবুজসহ মোট সাতজন নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ২৪টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে সাতটি হত্যা এবং ১৭টি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102