
গাজীপুর প্রতিনিধিঃ
সংবাদঃ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের সালনা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, পূর্ব সমাপনী পরীক্ষা বাতিল, কম্পিটেন্সি ভিত্তিক মূল্যায়ন পদ্ধতির সংস্কারসহ মোট ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা মহাসড়কে বসে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এতে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান।
এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে।