
নিউজ ডেস্ক:
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। মাত্র এক দিনের ব্যবধানে সোনার দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়ে নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই দামে সোনা বিক্রি শুরু হওয়ায় দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে এই নতুন দর কার্যকর হচ্ছে।
একই সঙ্গে ২১ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ধরা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা প্রতি ভরি।
বাজুস জানায়, নির্ধারিত এই মূল্যের সঙ্গে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্তভাবে পরিশোধ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি কমবেশি হতে পারে।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বৃদ্ধির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে সর্বশেষ গত ২১ ডিসেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬১ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। আর ২০২৪ সালে মোট ৬২ বার মূল্য সমন্বয় করা হলেও তখন দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার এবং কমানো হয়েছিল ২৭ বার।