
নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের সংবাদ সম্মেলনকে সামনে রেখে ইনকিলাব মঞ্চ আগেই সতর্কতা জারি করেছে। শহীদ শরীফ ওসমানের গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকারের নেওয়া পদক্ষেপের যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তার সহকারী উপদেষ্টা খোদা বক্সকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে বলে সংগঠনটি জানায়।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন নিয়ে এই অবস্থান ব্যক্ত করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আজকের ব্রিফিংয়ে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত।
সংগঠনটি দুইটি মূল দাবি তুলে ধরে—
১. খুন, পরিকল্পনাকারী, সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন। ১২ ডিসেম্বরের পর থেকে বিচার সংক্রান্ত সরকারের কার্যক্রম কী পরিমাণ এগিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তার সহকারীকে জাতির সামনে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে।
২. সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দলীয় জঙ্গিদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।