
নিউজ ডেস্ক:
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতাসহ মোট ১৭ জনের বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন— আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসাইন, ওবায়দুল কাদের, আনিসুল হক ও মো. আব্দুল মান্নান। এছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন— এম এ এন সিদ্দিক, রফিকুল জলিল, মোহাম্মদ শফিকুল কারীম, মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসাইন খান, মো. আব্দুস সালাম, মনির উজ জামান চৌধুরী, সেলিনা চৌধুরী ও মো. ইকরাম ইকবাল।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে পাঁচ বছরের জন্য ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা বিল উত্তোলন করে। এতে সরকারের প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশ ও প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।
এজাহারে আরও বলা হয়, মামলার তদন্ত চলাকালে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে— অভিযুক্তরা দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন। এতে তদন্ত ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন।