শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সাংবাদিকদের সকল সংগঠন এক হয়ে ভাষা শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ।

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩১ Time View

আরিফ হোসেন রুদ্র, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

বুধবার সকালে ২১ ফেব্রুয়ারির মধ্যে দিয়ে রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে, শহীদদের স্মরণে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়েছে।
১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হয়,এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃত লাভ করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ আরো অনেকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি সেদিন ‘মায়ের ভাষার’ মর্যাদা অর্জনের পাশাপাশি রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পায় নবপ্রেরণা। এরই পথ বেয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। পরবর্তী নয় মাস পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সংযোজিত হয় নতুন এক স্বাধীন সার্বভৌম দেশ- ‘বাংলাদেশ’। একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় তা পৃথিবীর বুকে অনন্য। কারণ বিশ্বে এ যাবতকালে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। ২১ ফেব্রুয়ারি জাতীয় ছুটির দিন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

রায়পুরে সকল ইউনিটের সাংবাদিক বৃন্দ ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার ঢালী, সাধারণ সম্পাদক এম আর সুমন। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ, সাধারণ সম্পাদক শিপন পাটোয়ারি। রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটু, সহ-সভাপতি নুর উদ্দিন ভাট শিপলু।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি তুহিন চৌধুরী, সম্পাদক ফারুক হোসেন। সাংবাদিক ক্লাবের আজম খান সহ সকল ইউনিটের সাংবাদিক সদস্য বৃন্দ ।
এছাড়া ও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরী শেষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102