
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় ফুলবাড়ী কাছারি জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো মসজিদ এলাকা জুড়ে ছিলো শোকাহত।
দোয়া মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেক-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ ওসমান হাদীর সংগ্রামী জীবন, ইসলামী আন্দোলনে তাঁর অবদান ও ত্যাগের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলী। তিনি বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন ইসলামী আন্দোলনের এক সাহসী সৈনিক। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগ যুগ যুগ ধরে আমাদের প্রেরণা জোগাবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি মাস্টার। তিনি শহীদের আদর্শ অনুসরণ করে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার বেলাল হোসেন।শেষে কাশীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলজার হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়ায় শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম দানের বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করা হয়।দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিরা শহীদ ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁর দেখানো পথে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।