
নিজেস্ব প্রতিবেদক:-
ধুনট ইজতেমা প্রাঙ্গণে ইসলামী শরিয়াহ অনুযায়ী এক অনন্য ও প্রশংসনীয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ যৌতুকবিহীন এই বিবাহটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
বর আহসান হাবীব রাসেল, পিতা মোঃ ওয়ারেস মন্ডল, গ্রাম তারাকান্দি। কনে মোছা: সুমাইয়া আজমি, পিতা মোঃ সোনাউল্লাহ, গ্রাম বেলকুচি, ধুনট।
বিবাহে দিনমহর নির্ধারণ করা হয় ১০ হাজার টাকা, যা নগদ পরিশোধ করা হয়। ইজতেমার পবিত্র পরিবেশে অনুষ্ঠিত এ বিবাহ অনুষ্ঠান উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টি করে।
বিবাহ পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ সাহেব, মুহতামিম, খুকনী আটারদাগ মাদ্রাসা, সিরাজগঞ্জ। এ সময় ধুনট ইজতেমায় আগত ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি এবং বর–কনের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে নবদম্পতির সুখী, শান্তিময় ও কল্যাণময় দাম্পত্য জীবনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।