
নিউজ ডেস্ক:-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ডা. তাজিন আফরোজ শাহ এনাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন। বর্তমানে ডা. এনামুর রহমান একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন বলে জানা গেছে।
এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ফেসবুকে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে শালীনতা বহির্ভূত মন্তব্য করায় ডা. তাজিন আফরোজ শাহকে মেডিসিন বিভাগের অধ্যাপক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এই সিদ্ধান্ত ১৯ ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে।
পাশাপাশি তাঁকে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে—কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে না।
জানা গেছে, ডা. তাজিন আফরোজ শাহ নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে কলেজ ও হাসপাতাল এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসীর বিক্ষোভের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।