
গাজীপুর প্রতিনিধি:-
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক যুবকের মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পোড়ানো অবস্থায় উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঘটেছে। নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস।
তিনি তারাকান্দা উপজেলার বাসিন্দা রবি চন্দ্র দাসের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে দিপু চন্দ্র দাসের ওপর হামলা চালানো হয় এবং পরবর্তীতে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। তবে এসব অভিযোগ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি একটি গুরুতর ও সংবেদনশীল ঘটনা। ঘটনার প্রকৃত কারণ, দায়ীদের পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব বা যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।