
বিপ্রতিনিধিঃ
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে টাংগাইল শহরের প্যারাডাইস পাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে বাসুদেব শীলের সভাপতিত্বে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা থেকে আগত সনাতন ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা সহ সনাতন ধর্মীয় গ্রন্থ সঠিক,শুদ্ধ ও নিয়মতান্ত্রিক ভাবে পঠন-পাঠন ও শিক্ষা লাভের লক্ষ্যে মত বিনিময় সভা শেষে জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা আহবায়ক কমিটিতে কবি বাসুদেব শীলকে আহবায়ক ও কবি নিরঞ্জন ভৌমিককে সদস্য সচিব করে জেলা কমিটি গঠন করা হয়।
আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাসুদেব শীল, সিনিয়র যুগ্ম আহবায়ক, ভবেশ মুকুট পাল যুগ্ম আহবায়ক,বিশ্বজিৎ চক্রবর্তী, দশরথ বিশ্বাস, নিত্যানন্দ সরকার, অরুণ জ্যোতি সান্যাল বাপ্পী, সদস্য সচিব : নিরঞ্জন ভৌমিক।
সম্মানিত সদস্য -মনমথ গোশ্বামী হিমাদ্রি কুমার চন্দ, সুনিল চক্রবর্তী, জিয়ন্ত চন্দ্র বর্মন, শুভজিৎ ভৌমিক,
নারায়ন চন্দ্র সূত্রধর, অমূল্য মোহন দাস, সুশান্ত কুমার পাল এবং বিনয় ঘোষাল।
যারা উপদেষ্টা নির্বাচিত হলেন- বাবু শ্যামল হোড়, উদয় লাল গৌড়, ড. পিনাকী দে, সুরেশ চন্দ্র রায় (দীপক), শিবানী দাস।
মত-বিনিময় ও জেলা কমিটি গঠন প্রক্রিয়া শেষে আগামী ৯ জানুয়ারী-২০২৬ তারিখ টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ক বিভাগ,ষষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা খ বিভাগ, ৯ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পযর্ন্ত শিক্ষার্থীরা গ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পযর্ন্ত উক্ত পরীক্ষা চলমান থাকবে।