
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মশাল মিছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পরিচালনা এবং সন্ত্রাস বিরোধী আইনে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে থানা পুলিশ।
গত ১৭ ডিসেম্বর রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) বলাই চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার পর বুধবার রাতেই (১৭ ডিসেম্বর) পুলিশ অভিযান চালিয়ে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুর্বলাচ গ্রামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের হাবু সৈয়াল বাড়ি এলাকার ছাত্রলীগ নেতা শামিম হোসেন এবং চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিপ্লবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী পলাতক অবস্থায় রয়েছেন। পলাতক অবস্থায় থেকেও তারা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিলের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এসব নেতাকে গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট সন্ত্রাস বিরোধী মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।