
গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে সক্রিয় একটি ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীর বিভিন্ন এলাকায় অটোরিকশা, মোটরসাইকেল ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করছিল এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এলাকাবাসী ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে টঙ্গীতে অপরাধ প্রবণতা কমে আসবে।