
গাজীপুর প্রতিনিধি
কিছুদিন আগে রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় মায়ের বয়সী এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় যে তরুণীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছিল, আজ সেই তরুণীর মরদেহ হোস্টেল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী একজন শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময় পর্যন্ত সাড়া না পেয়ে সহপাঠী ও হোস্টেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেন। পরে কক্ষের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এর আগে ধানমন্ডি ৩২ এলাকায় এক বৃদ্ধ নারীর সঙ্গে তার অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনার পর থেকেই তরুণী মানসিক চাপে ছিলেন বলে ধারণা করছেন অনেকে।
এদিকে এই মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ একে ‘কৃতকর্মের ফল’ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—আইনের মাধ্যমেই প্রতিটি ঘটনার বিচার হওয়া উচিত, কোনো মৃত্যুই সমাধান নয়।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।