
বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ ডিসেম্বর) জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার সভাপতি তালহা আল মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ সুলতান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশন টাঙ্গাইল এর প্রতিষ্ঠাতা মহাসচিব মো: মাহমুদুল হক সানু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থা টাঙ্গাইলের উপদেষ্টা হারুন অর রশিদ, সাধারণ গ্রন্থাগার টাঙ্গাইলের সদস্য সচিব কবি মাহমুদ কামাল এবং স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল ।
অনুষ্ঠানে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয় । দুই দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য, গান এবং পুথি পাঠ পরিবেশন করা হয়েছে। জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদের পরিচালনায় গ্রাম বাংলার ঐতিহ্য পুঁথি পাঠের আসর খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কবিতা পাঠ, নৃত্য গানে শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয় ।
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী জন্ম ১৮৮০ সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়াধনগড়া গ্রামে। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন টাংগাইলে আলেমা খাতুন ভাসানীর সাথে। বিবাহিত জীবনে দুই ছেলে এবং দুই কন্যার জনক ছিলেন। তার এক ছেলের নাম আবু নাসের খান ভাসানী। বিবাহ করার পর তিনি টাঙ্গাইলেই স্থায়ীভাবে বসবাস করেন। তার মৃত্যু হয় ১৯৭৬ সালে।