
বিশেষ প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইলে (১৪ ডিসেম্বর) রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,ঘাটাইল মুক্তিযোদ্ধা সংসদ ও ঘাটাইল থানা প্রশাসনের সমন্বয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি জুবায়ের হোসেন।
দোয়া শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ( ভূমি ) মো. জাহিদুর রহমান,ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, ঘাটাইল মুক্তিযোদ্ধা সংসদ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো মাহাবুবুল বাছিদ চানমিয়া,সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা সহ আরো অনেকে।