
গাজীপুর পতিনিধি
টঙ্গী আজ একটি অত্যন্ত জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিনই এখানে ঘটছে খুন, ছিনতাই, অপহরণ ও নানা ধরনের অপরাধ। সাধারণ মানুষের জীবন যেন এখন সম্পূর্ণভাবে ঝুঁকির মুখে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, কর্মস্থলে যাওয়া, বাজার করতে যাওয়া—সবই এখন আতঙ্কের একটি নামে পরিণত হয়েছে। টঙ্গীর মানুষ এখন আর নিরাপদ নয়। তাদের প্রিয়জনের হাসি হয়ে উঠছে কান্না, আর স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছে অপরাধীদের নিষ্ঠুরতায়।
আজ ৬ ডিসেম্বর ২০২৫, ভোর বেলায় আবারও ঘটলো ভয়াবহ একটি হত্যাকাণ্ড। টঙ্গী বাটা গেটের সামনে ছিনতাইয়ের শিকার হলেন এক সাধারণ পথচারী। তার মৃত্যু যেন আমাদের বিবেককে কাঁপিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে যিনি জীবিত ছিলেন, পরিবারে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন, মুহূর্তের মধ্যে সেই মানুষটি প্রাণ হারালেন দুর্বৃত্তদের হাতে। এখনো তার রক্তের দাগ টঙ্গী ফ্লাইওভারের পিলারের নিচে জমে রয়েছে। যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে—এ শহরের মানুষ আর নিরাপদ নয়!
এখন প্রশ্ন আসে—টঙ্গীর প্রশাসন কি দায়িত্ব পালন করছে? অসংখ্য অভিযোগ, প্রতিবাদ, গণমাধ্যমে বারবার উঠে আসা খবর—তার পরও কেন টঙ্গীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না? কেন ছিনতাইকারীরা, চক্রগুলো, অবৈধ অস্ত্রধারীরা প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে? কেন সাধারণ মানুষ হত্যা হচ্ছে দিনের পর দিন?
এই অবস্থায় টঙ্গীর সাধারণ মানুষ আজ একটাই প্রত্যাশা করছে—র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর কঠোর ও কার্যকর পদক্ষেপ। RAB দীর্ঘদিন ধরেই দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমনে সফলতার নজির স্থাপন করেছে। তাই মনে করা হচ্ছে, টঙ্গীর বর্তমান সংকট মোকাবেলায় RAB ছাড়া এই অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়।
অতএব, RAB-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত অনুরোধ, টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অবিলম্বে অভিযান শুরু করা হোক। সাধারণ মানুষের জানমাল রক্ষায় কঠোর নজরদারি, নিয়মিত অভিযান চালানো, ছিনতাইকারী চক্রগুলোকে গ্রেফতার করা এবং টঙ্গীতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
আমরা সবাই চাই—টঙ্গী হোক নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত একটি শহর। যেন পথে নেমে আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো শিশুর চোখে ভয়ের চিহ্ন না থাকে, কোনো পরিবার যেন আর প্রিয়জনকে হারিয়ে নিঃস্ব না হয়।
নিজ নিজ অবস্থান থেকে সবাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলুন…