
গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে সম্প্রতি ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে আজ ০৮/12/২০২৫ টঙ্গীর সাধারণ জনগণ টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ চলাকালে এলাকাবাসী জানান, প্রতিদিনই কোনো না কোনো স্থানে ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে সন্ধ্যার পর চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে।
এ সময় টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা মেহেদী হাসান উত্তেজিত জনতাকে শান্ত থাকার অনুরোধ জানান। তিনি দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার, টহল জোরদার এবং সার্বিকভাবে এলাকার নিরাপত্তা বৃদ্ধির আশ্বাস দেন।
বিক্ষুব্ধ জনতার স্পষ্ট দাবি—
“নিরাপদ টঙ্গী গড়ে তুলতে হবে, ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের আশ্বাস যেন দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টঙ্গীর জনগণ আবারও স্বস্তিতে জীবনযাপন করতে পারে…