
(লালপুর) নাটোর প্রতিনিধি
বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে ৭ বছর বয়সী একমাত্র সন্তান হামিম কান্না করছে।পাশেই স্ত্রী স্বামীর দুহাত ধরে করছে গগন বিদারী চিৎকার আর ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে জন্মদাতা মা। মুহুর্তেই আকাশ বাতাস যেন থমকে গিয়েছিলো সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদের নির্মম মৃত্যুর সংবাদে।বাড়ি থেকে বিদায় নিয়ে কর্মস্থল কক্সবাজার রামু সেনা ক্যাম্পে রওনা দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত রাত সাড়ে ৭টার দিকে বড়াইগ্রামের বনপাড়া- গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় ইজিবাইকের সাথে ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নি-হত হয়েছেন।
নিহত মামুনুর রশিদ ওয়ালিয়া বড়ময়না এলাকার আব্দুল মজিদের ছেলে এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

জানা যায়- ওয়ালিয়া নিজ বাড়ি থেকে ১০ দিনের ছুটি শেষে কক্সবাজার যাচ্ছিলেন। ইজিবাইকযোগে তিনি বনপাড়া আসার সময় বনপাড়া-গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় পৌছাঁলে বনপাড়া থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে