শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

মায়ের বকুনিতে অভিমান করে পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদের মৃত্যু

মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ Time View

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

 

টাঙ্গাইলের সখীপুরে মায়ের সঙ্গে অভিমান করে জিহাদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের (বেতুয়া শাখার) পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মালদ্বীপপ্রবাসী আনিসুর রহমানের ছেলে।

 

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সন্ধ্যার পর সমবয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় জিহাদের। এ নিয়ে মা তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ আগেই জিহাদ দাদার সঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করেছিল। রাতের খাবার শেষে মা ঘরে ফিরে দেখেন—নিজের থাকার ঘরেই জিহাদ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মঙ্গলবার রাতেই হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটির মৃত্যুর খবরে স্তব্ধ পরিবার। বিলাপ করতে করতে জিহাদের মা বলতে থাকেন, “আমার জিহাদকে রেখে আমি কোথাও যাব না।” স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও পুরো হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে আসে।

 

দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সুজন আহমেদ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। জিহাদ ছিল মেধাবী ছাত্র, গতকালও পরীক্ষা দিয়েছে। শিশুদের মানসিক জগৎ খুব স্পর্শকাতর—অভিভাবকদের আরও সতর্ক ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।”

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশকে জানানো হয়।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিলো। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমরা সব পরিবারকে ছোট শিশুদের প্রতি বাড়তি সতর্ক থাকার অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102