গাজীপুর মহানগর পতিনিধি : গাজীপুরের জয়দেবপুর থানাধীন বড় কায়ের গ্রামে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ শেখ হায়দার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৃত আজিম উদ্দিন শেখের ছেলে। রবিবার রাতে জয়দেবপুর থানা পুলিশের এসআই রেজাউল করিম ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড় কায়ের গ্রামে অবস্থান নিয়ে শেখ হায়দার আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।