
গাজীপুর সদর পতিনিধি
সংবাদ :গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জোড়ে অংশগ্রহণ করতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে তাঁর মৃত্যু ঘটে বলে ইজতেমা ময়দান সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মৃত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা যান। সকালে ইজতেমা ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে আরও কয়েকজন মুসল্লি জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে এসে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
ইজতেমার জোড় পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মুসল্লি অংশ নিচ্ছেন। আগামী মূল ইজতেমাকে সামনে রেখে ধর্মীয় শিক্ষা, আলোচনা ও আধ্যাত্মিক বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।