
খুলনা বিশেষ প্রতিনিধি
যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি, সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া এসব অস্ত্রের চালান ভারত থেকে আনা হয়েছে। বেনাপোল থেকে চালানটি কক্সবাজারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
আজ রোববার দুপুরে নিজ দপ্তরে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, শনিবার গভীর রাতে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় তার ঘরে বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা সেভেন পয়েন্ট সিক্সটিভাইভ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী। বেনাপোল সীমান্ত দিয়ে এগুলি আনা হয়। তিনি তার এক ব্যবসায়ী পার্টনারের কাছে এসব অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে একাধিক অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা প্রমুখ।