
কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লা,ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এক সাহসী অভিযানে ৬৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের নাম ওয়াহিদুন নবী (২৭) ও মোঃ তপন মিয়া (১৯)।
গত রাতে,এসআই (নিঃ) শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। রাত ১০টার দিকে,একটি পিকআপ গাড়ি চেকপোস্টে থামাতে নির্দেশ দেওয়া হয়। গাড়িটি তল্লাশি করলে,পুলিশ গাড়ির ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়ির চালক ওয়াহিদুন নবী এবং সহকারী মোঃ তপন মিয়াকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্যাহ বলেন:-
এই অভিযান ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অব্যাহত অভিযানের অংশ। আমরা মাদকমুক্ত সমাজ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
এই অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা।