শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি দোকানের ক্রয়কৃত মালামাল আটক করে সিজার দিয়েছে

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪০ Time View

দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:-

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আব্দুল বাতেনের ছেলে কসমেটিক ব্যবসায়ী মাহবুব বাংলা হিলি বাজারের নুরজাহান ভ্যারাইটিজ স্টোর থেকে ক্রয়কৃত ৫ লক্ষ ৫ হাজার ৮ শত টাকার কসমেটিক সামগ্রী ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভ্যান যোগে বাসায় যাওয়ার সময় ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যটালিয়নের অর্ন্তগত বিরামপুর বিশেষ ক্যাম্পের ৪ জন পোশাক ধারি বিজিবি সদস্য মালামাল জোরজবরদস্তি ভাবে ফুলবাড়ি থানার সামনে মহাসড়ক থেকে উঠিয়ে নিয়ে যায়।
বীরগঞ্জের কসমেটিক ব্যবসায়ী মাহবুব জানান, রবিবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফুলবাড়ী থানার সামনে দুইটি মোটরসাইকেল যোগে নেমপ্লেটধারী সিপাহী গোলাম মোস্তফাসহ আরো ৩জন। মোঃ মাহবুবের ( ২৮) ভ্যান থামিয়ে হিলি বাংলাবাজার নুরজাহান ভ্যারাইটিজ স্টোর থেকে ৫ লক্ষ ৫ হাজার ৮ শত টাকার কসমেটিক সামগ্রী দোকানের বৈধ বিক্রয় রশিদ থাকা সত্ত্বেও বিজিবি সদস্যরা মালামাল জোরপূর্বকভাবে নিয়ে যায়। ভুক্তভোগী মাহবুর বলেন, বিজিবির সদস্যরা প্রথমে আমার ফোন কেড়ে নেয় তারপর আমার মালামাল ভ্যানে তুলে নিয়ে দ্রত চলে যাওয়ার সময় বিজিবির সদস্যদের বলি আমার মালামালের সঙ্গে আমাকেও ধরে নিয়ে যান। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা দ্রত ঐ স্থান ত্যাগ করে চলে যায়। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তা নিয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির ক্যাম্পের দিকে গেলে তাদেরকে পাওয়া যায়নি পরে দুইজন সাংবাদিক বিরামপুরে বিশেষ ক্যাম্পের দিকে গেলে সিপাহী
গোলাম মোস্তফাসহ দুইজন ক্যাম্পে প্রবেশ করতে দেখা যায়। সাংবাদিকরা ক্যাম্পের কমান্ডারকে ফোন দিলে তিনি বলেন আমাদের কেউ মালামাল ধরেনি ও ক্যাম্পেও নিয়ে আসেনি। বিশেষ ক্যাম্পে গেটে ডিউটিতে ধাকা সিপাহী বলে গোলাম মোস্তফাসহ দুইজন ক্যাম্পে এসেছে কোনো মালামাল নিয়ে আসেনি। ২৯ বিজিবি co কে ফোন দিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে তিনি সাংবাদিক দের ফোন ধরেনি। পরে বিরামপুর বিজিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুপেদার হাসান সাহেবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বৈকাল ৪ঘটিকায় সাক্ষাত করার সময় দেন। বৈকাল ৪ঘটিকায় ক্যাম্পে গেলে তিনি ফুলবাড়ি থানার সামনে থেকে আটককৃত মালামালের সত্যতা শিকার করে বলেন, আজকে আটককৃত ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল সিজার দেওয়া হয়েছে। কিন্তু উক্ত আটককৃত মালামালের মালিক মোঃ মাহাবুবের সঙ্গে সাক্ষাতে কথা বললে তিনি দোকানের ক্রয়কৃত রশিদ দেখিয়ে বলেন, আটককৃত মালের মোট মুল্য ৫লক্ষ ৫হাজার ৮শত টাকা। এছাড়া বাংলা হিলির নুরজাহান ভ্যারাইটি স্টোর এর প্রোপাইটার মোঃ নুর ইসলামের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা এই মালামালগুলো ঢাকা হতে কিনে আনি যার ক্রয় রশিদ আমাদের নিকট আছে।তাছাড়া বিগত কয়েকদিন আগে জয়পুরহাট ২০ ব্যাটলিয়নের বিজিবির সদস্যরা আমাদের এই মালামাল দোকান হতে নিয়ে গিয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে জয়পুরহাট ২০ ব্যাটলিয়নের সিও সাহেবের নিকট গিয়ে ঢাকা থেকে কিনে নেওয়ার রশিদ দেখাইলে তিনি আমাদের মালামালগুলো ছেড়ে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102