
ক্রাইম রিপোর্টার:-
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত এক বছরে দেশে সাংবাদিকদের ওপর সহিংসতা, হয়রানি ও হত্যার ও মিথ্যা মামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২০২৫ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ে সারা দেশে অন্তত
৬ জন সাংবাদিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে গণমাধ্যম ও অধিকার সংগঠনগুলোর তথ্যে জানা যায়,
এই সময়ে অন্তত ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন:
– *হাসান মেহেদী* – ১৮ জুলাই, ২০২৪: ঢাকার যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি Dhaka Times-এর সাংবাদিক ছিলেন।
– *মো. শাকিল হোসেন* – ১৮ জুলাই, ২০২৪: গাজীপুরে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি দৈনিক ভোরের আওয়াজ-এর সংবাদদাতা ছিলেন।
– *আবু তাহের মো. তুরাব* – ১৯ জুলাই, ২০২৪: সিলেটে একটি মিছিলে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান। তিনি দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ-এর সাংবাদিক ছিলেন।
– *তাহির জামান প্রিয়* – ২ আগস্ট, ২০২৪: ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ছবি তোলার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক ছিলেন।
– *খন্দকার শাহ আলম* – ২৫ জুন, ২০২৫: ঢাকার নবীনগরে টার্গেটেড হামলায় নিহত হন। তিনি দৈনিক মাতৃজগত-এর সংবাদদাতা ছিলেন।
সর্বশেষ , গাজীপুরে সাংবাদিক হত্যা:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার *মো. আসাদুজ্জামান তুহিন* নামের সাংবাদিক হত্যা।
জানা গেছে, গাজীপুরে স্থায়ীন সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ উন্মোচনের কারনে ৭ই আগস্ট ২০২৫ইং সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা এলকায় কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে জাহেলিয়াতের কায়দায় এলোপাথাড়িভাবে কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। । তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।
এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ, গুলিবর্ষণ, হামলা ও মিথ্যা মামলা, গ্রেফতার, ও হুমকির ঘটনাও ঘটেছে। তদন্তমূলক ও অনুসন্ধানী রিপোর্ট করার সময় সাংবাদিকদের হামলার শিকার হতে হয়েছে রাজনৈতিক, প্রশাসনিক ও অপরাধীচক্রের হাতে।
সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলো এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা চরম হুমকির উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আহ্বান জানিয়েছেন,
– *Committee to Protect Journalists (CPJ):-সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
– *Reporters Without Borders (RSF)*: গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
– *International Federation of Journalists (IFJ)*: সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। এ ছাড়া ও
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলেন ,চলমান এই পরিস্থিতিতে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর নীতিমালা,ও দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের
কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
দৈনিক প্রথম বার্তা