শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

“মানুষ কাগজে-কলমে পরিবর্তিত হয়েছে, কিন্তু আসলে পরিবর্তন হয়নি” — সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০০ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি:-

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” — এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ ও গোলটেবিল আলোচনা।

বুধবার (৯ জুলাই) কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এ সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন,

“মানুষ কাগজে-কলমে অনেক পরিবর্তনের কথা বললেও, আসলে মানুষ নিজের ভিতর থেকে পরিবর্তন হয়নি। পরিবর্তন শুরু করতে হবে নিজেকে দিয়ে। নিজেকে সুশাসনে রাখতে হবে, পরিবার ও সমাজকে সুশাসনের পথে পরিচালিত করতে হবে। মানুষকে সৎ হতে হবে — তাহলেই ভালো বাঙালি হওয়া সম্ভব এবং আমরা একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুজন কিছু ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে এবং সকলকে সেই পরিবর্তনের সঙ্গে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজনের সহ-সমন্বয়কারী জিল্লুর রহমান, নোয়াখালী জেলা শাখার সভাপতি আবু নাছের মিন্টু, চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি কামাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. আরিফ হোসেন খান, কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মেজর শফিকুর রহমান, সাংবাদিক সৈয়দ আহমদ লাভলু ও আবুল কালাম আজাদ ভূঁইয়া।

এছাড়াও কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সুজন নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, তরুণ প্রজন্মসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102