হাওয়া লিক
হোসাইন মৃদুল
শান্ত সবুজ স্বপ্ন দেশে,
ছিলো শকুন রক্ত বেশে।
জেল-জুলুমের অন্ধ রাতে,
সত্য বলতে গর্জে ওঠে।
মন চাইলে বারুদ ঝরতো,
সন্ধ্যা নামলেই মৃত্যু ডরতো।
গুম-খুন আর রাহাজানির,
সাক্ষী ছিল রাতের নীরবী।
বাকস্বাধীনতা ছিল অবরুদ্ধ,
উচিত বললেই রক্তস্নান,
পোষা ছিল বন্দুক বাহিনী,
হত্যা ছিল তাদের বাণী।
আয়না ঘরে লুকিয়ে থাকতো,
সত্য বললেই গুম করতো।
তাদের পথে নতজানু হলে,
চিনিয়ে দিতো দাসের গলে।
উচিত বলেই শেকল পরতো,
জামায়াত-বিএনপি ধরতো,
ধর্মশালা ছিল কারাগার,
বন্দী ছিল সত্যসার।
দেড় যুগ পেরিয়ে গেছে,
শুধু শুনি হাওয়া বয়ে—
সত্য বলা মানেই লিক,
হাওয়া, হাওয়া, হাওয়া লিক!
অবশেষে ছাত্র জনতা এলো
স্বাধীনতাও পুনরায় উদ্ধার হল
ঝরল কত প্রাণ নিরস্ত্রে
জুলাই অগাস্টে-
ঘনিয়ে এলো ছত্রিশের শে জুলাই
হাওয়া লিক বলে পালাই পালাই
পালিয়ে গেল হাওয়ায় চড়ে
নিজের হাওয়া লিক করে
হাওয়া লিক এখন ভারতের ঘরে
আয়না ঘর খুব মনে পড়ে
কত যে করছি গুম আর কত যে করেছি হত্যা
হাওয়া লিক এখন নিপাত্তা
হাওয়ায় করে উড়ে উড়ে
পালিয়ে গিয়ে আওয়ামী লীগ
হয়ে গেল হাওয়ামী লীগ
হাওয়া হাওয়া হাওয়া লিক