(বিশেষ প্রতিনিধি):
রাজধানীর হাজারীবাগে ভয়ংকর সন্ত্রাসী কিশোর গ্যাং দলনেতা মাদক ব্যবসায়ী শিপলুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গতকাল রাতে দৈনিক ইত্তেফাকের লালবাগ এলাকার ক্রাইম রিপোর্টার মোঃ রাজেশ গনি ও তার সহকর্মী নিখিল কাজ শেষ বাসায় ফেরার পথে হঠাৎ হাজারীবাগ গনকটুলি এলাকার পৌঁছা মাত্র কিছু কিশোর গ্যাং ও ছিনতাইকারীর দেশীয় ধাড়ালো অস্ত্র সহ সশস্ত্র হামলার শিকার হন। মটরসাইকেল থাকা সহকর্মী নিখিল ও রাজেস কে দেশীয় অস্ত্রের সম্মুখীন জিম্মি করে তাদের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে নেওয়া হয়।এসময় সাংবাদিক রাজেস গনি কৌশলে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করে এবং পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের প্রচেষ্টায় সারাশি অভিযানে হাজারীবাগের চিহ্নিত কিশোর গ্যাং ও ছিনতাইকারীর প্রধান শিপলু সহ ২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।এ বিষয়ে হাজারীবাগ থানায় লিখিত অভিযোগ করেন সাংবাদিক মোঃরাজেস গনি।
সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের দেয়া তথ্যনুযায়ী তারা বলেন এই শিপলু ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত হাজারীবাগ সহ বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে তথ্য রয়েছে এবং এই শিপলুর বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার সহ নানামুখী অভিযোগ।
গত ২৮ জুলাই ২০২৫ তারিখে হাজারীবাগ গনকটুলি এলাকার স্থানীয় বাসিন্দা সাহিন তার বাসা পাঁচতলা বিল্ডিং করার কারণে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেন এবং পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে শিপলু নেতৃত্বে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর বিশাল বাহিনী নিয়ে সশস্ত্র অবস্থায় শাহিনের বাসার গেট ও দরজা ভেঙে ঘুমিয়ে থাকা শাহিনকে তুলেনিয়া রাস্তার মাঝখান প্রকাশ্যে জন সম্মুখের সামনে এভাবে ধারালো অস্ত্রধারা এলোপাথারি ভাবে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঐএলাকার সাধারণ মানুষদের ভিতরে আতংক সৃষ্টি করেন এবং পরবর্তীতে শাহিনের সাথে কথা বলে জানা যায় বর্তমানে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত ও তার একটি চোখে অস্ত্রের বাট দিয়ে মারাত্মকভাবে আঘাত করার কারণে উক্ত চোখ দিয়ে বর্তমানে তেমন একটা দেখতে পান না আঘাতের কারণে।
পরবর্তীতে সময়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর প্রধান শিপলু বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি চাঁদাবাজির অভিযোগ মামলা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও স্থানীয় হাজারীবাগ থানার পুলিশ তাকে গ্রেফতার করতেন না। বা ধরতেন না তার কারণ অত্র এলাকার স্থানীয় সিনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এই শিপলু রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক বলে এলাকাবাসী ও সাধারণ মানুষের অভিযোগ এবং এই কিশোর গ্যাং ও ছিনতাইকারীর প্রধান শিপলু বাহিনীর প্রধান শিপলু নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেন। যে কারণে বর্তমানে কোন প্রকার মামলা বা স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে কোন ধরনের তোয়াক্কা না করে হাজারীবাগ এলাকায় বর্তমানে এই শিপলু বাহিনী হয়ে উঠেছেন বেপরোয়া।
এ বিষয়ে হাজারীবাগ থানা ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক আরজু দৈনিক ঘোষণা কে বলেন শিপলু আমার কমিটির অন্তর্ভুক্ত কেউ নয় আমি তাকে কখনো বিএনপির কোন রাজনৈতিক কর্মকান্ডে পাইনি।তিনি আরো বলেন আমি কোন সন্ত্রাসী চাঁদাবাজ নিয়ে রাজনীতি করি না শিপলু আমার কোন কর্মীও নয়।
অত্র এলাকায় রাত হলেই ছিনতাই প্রকাশ্যে মাদক ব্যবসা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি তার নিত্যদিনের কাজ।
শিপলুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলাও রয়েছে হাজারীবাগ থানায়। এবং বর্তমান শিপলু বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss