অনলাইন ডেস্ক:
শিশুদের সঙ্গে নেচে–গেয়ে দিন উদযাপন, বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির ব্যতিক্রমী ক্রীড়া উৎসব
বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির উদ্যোগে শিশুদের জন্য অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ও মানবিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সংস্থাটির তত্ত্বাবধানে পরিচালিত বাটারফ্লাই স্কুল-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা ও সামাজিক কার্যক্রম মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে শিশুদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির কার্যনির্বাহী সদস্যরাও শিশুদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। শিশুদের সঙ্গে নেচে–গেয়ে আনন্দ ভাগ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আবির ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ এবং কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবির ইসলাম বলেন,
“আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের সুস্থ শরীর, সুন্দর মন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে খেলাধুলা ও আনন্দের কোনো বিকল্প নেই। বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আছে এবং ভবিষ্যতেও শিক্ষা, পুষ্টি ও সামাজিক উন্নয়নে কাজ করে যাবে।”
ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল হাসান তার বক্তব্যে বলেন,
“শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের আনন্দে অংশ নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এই শিশুরাই একদিন সমাজ ও দেশকে নেতৃত্ব দেবে। আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে এই শিশুদের পাশে সব সময় দাঁড়ানোর অঙ্গীকার করছি।”
খেলাধুলা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়।
অনুষ্ঠানের সর্বশেষ পর্বে সকল অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিরা এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss