ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কান্তনগর চরপাড়া এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিভাগের দায়িত্বশীলা লাকি আক্তারের সভাপতিত্বে এবং সহকারী রুহানি জান্নাতের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ধুনট উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী কথা নয়, কাজের মাধ্যমে রাজনীতি করতে চায়। ক্ষমতায় থাকি বা না থাকি—মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার। ইসলামী আদর্শের আলোকে মানবকল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে সচেতন ভূমিকা রাখার জন্য।
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, কালেরপাড়া ইউনিয়ন আমির আবুল কাসেম, কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের দায়িত্বশীলা সাজেদা সামাদ, জেলা দায়িত্বশীলা ডা. মাসুদা করিম, জেলা কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলা কেয়ারটেকার নুরুন্নাহারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss