গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর জয়দেবপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ও মেয়র অধ্যাপক এম. এ. মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীরা প্রথা অনুযায়ী ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।
কেন্দ্রীয় কৃপাময়ী শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাপ্পী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডা. গোপাল দাস, কৃপাময়ী মন্দিরের সহ-সভাপতি অখিল চন্দ্র পাল, যুগ্ম সম্পাদক রাজমনি শাহ রাজু, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবব্রত সরকার রিপনসহ আরও অনেকে।
সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুরের মেয়র ও প্রতিমন্ত্রী থাকাকালে মসজিদ-মাদ্রাসার পাশাপাশি বহু মন্দিরের উন্নয়ন ও সংস্কার করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ ও নিরাপত্তায় তিনি সবসময় সচেষ্ট ছিলেন। সেই প্রিয় ও শ্রদ্ধেয় নেতার সুযোগ্য সন্তান হিসেবে এম. মঞ্জুরুল করিম রনি এবার প্রার্থী হয়েছেন। তাই দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “১২ ফেব্রুয়ারির নির্বাচনে, দল-মত নির্বিশেষে ভোট দেব ধানের শীষে।”
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন,
“আমার পিতা আপনাদের ভোটে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া সেই ভোটের সম্মান দিয়ে তাকে প্রতিমন্ত্রী করেছিলেন। তিনি দল-মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করেছেন। পরবর্তীতে আপনারাই তাকে মেয়র বানিয়েছেন। আমি আমার পিতার স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি।”
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে ও প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন এবং বাবার আদর্শ অনুসরণ করে আপনাদেরই সন্তান হিসেবে কাজ করে যেতে চান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss