(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে আজ দুপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি ও বালু সরিয়ে নিচ্ছে। প্রশাসনের উপস্থিতিতে ঘটনার সত্যতা হাতেনাতে প্রমাণিত হয়।
অভিযান চলাকালীন মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর তল্লাশি করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টর চালককে আটক করা হয়। মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ওই দুই চালকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
অভিযান চলাকালে মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত মূল ব্যক্তিকে আইনের আওতায় আনতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন করে যারা সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss