দোয়ারাবাজার ( সুনামগঞ্জ):
গণভোটে 'হ্যাঁ'-না' ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই :: দোয়ারাবাজারে ডিসি ইলিয়াস মিয়া
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে 'হ্যাঁ'-না 'ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই। আমি 'হ্যাঁ'ও বলব না, 'না' ও বলব না, এটা ভোটারদের ব্যক্তি স্বাধীনতার ইচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২ টায় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি ইলিয়াস মিয়া বলেন, ভোটার যদি মনে করেন 'না 'তে ভোট দিলে ভালো, তাহলে না তে দিবেন। হ্যাঁ ভালো মনে করলে হ্যাঁ'তে দিবেন। এই অধিকার জনগণের, জনগণের ব্যক্তি স্বাধীনতা। তবে আমরা কিছু বলতে চাই,জানাতে চাই। যাতে লোকজন বলতে না পারে, আমরা না-যেনে 'ভোট দিয়েছি। হ্যাঁ'তে কিছু বিষয় আছে যা জনগণের কল্যানের জন্য প্রয়োজন।
যদিও গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে সরকার রাষ্ট্রিয় ভাবে প্রচারনা চালানোর পরেও জেলা প্রশাসক কর্তৃক গণভোটের 'হ্যাঁ' এবং 'না' নিয়ে তিনি কেনো কিছু বলবেন না, তা জনগনের ইচ্ছে। এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোক। আমার বিষয়টা ভিন্ন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল শেখ মো. মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন।
এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজিজুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু।
আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এইদিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র চারটি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কী-না, সেই প্রশ্নে 'হ্যাঁ' অথবা 'না' ভোট দিবেন ভোটাররা।
গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারাদেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু করে সরকার। প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচারণা শুরু করে। পরে অবশ্য সেই অবস্থা থেকে সরে এসে সরাসরি গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা শুরু করে।
তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক কর্তৃক 'হ্যাঁ'না 'ভোট প্রদানে তার কোন আপত্তি নেই এমন স্বতন্ত্র মনোভাব প্রশ্নে হতাশাজনক পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। অনেকে মনে করছেন যেখানে সরকার 'হ্যাঁ'র পক্ষে প্রচারনা চালাচ্ছে সেখানে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন বক্তব্যে 'হ্যাঁ' ভোট প্রদানে বিরূপ প্রভাব পরবে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss