বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার ছনখোলা উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল খালেক দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পিঠা উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss