ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে পাইকপাড়া থেকে ব্রহ্মগাছা বাজার পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে রাখায় সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ২০২২ সালের ২৫ জুন সড়কটির উন্নয়নকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে কোনো কার্যকর অগ্রগতি নেই। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করে পাথর ফেলে রেখে চলে যাওয়ায় সড়কজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগীবাহী যান ও কৃষিপণ্য পরিবহনে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। ধুলাবালির কারণে শিশু ও শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে।
সড়কটির বেহাল অবস্থার প্রতিবাদে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া অটোভ্যান চালকরা জানান, ভাঙাচোরা সড়কে চলাচলের ফলে নিয়মিত গাড়ির যন্ত্রাংশ ও টায়ার নষ্ট হচ্ছে। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে, যা তাদের আয়ের তুলনায় বড় ধরনের ক্ষতি।
মানববন্ধনে বক্তারা বলেন, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান আলী সরকার, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ধুনট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমরান ফারহান বলেন, সড়ক সংস্কার কাজ নিয়ে যে প্রশাসনিক জটিলতা ছিল তা নিরসন হয়েছে। খুব শিগগিরই কাজ পুনরায় শুরু করা হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ও মানসম্মতভাবে সড়কটি সংস্কার করা হলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss