ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার ঢেকুরিয়া পুখরিয়া গ্রামে সদ্য নির্মিত একটি মসজিদে মাইক সেট প্রদান করেছে সামাজিক সংগঠন “ধুনট ব্লাড ব্যাংক”।
সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাইক সেটটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও এডমিন মোঃ রাসেল মাহমুদ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে রাজু, নোমান ও ইসমাইল উপস্থিত ছিলেন।
মাইক সেট প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাসেল মাহমুদ বলেন,
“ধুনট ব্লাড ব্যাংক শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়। মানবসেবার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজেও আমরা পাশে থাকতে চাই। নতুন মসজিদে আজান ও নামাজসহ দ্বীনি কার্যক্রমে এই মাইক সেটটি কাজে আসবে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
স্থানীয় মুসল্লিরা ধুনট ব্লাড ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss