ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া, মাদক, চুরি, নাশকতা ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুয়া মামলায় গ্রেপ্তার ১০ জনের মধ্যে রয়েছেন— ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের মৃত ইলা বক্সের ছেলে আবুল কাশেম (৭২), একই ইউনিয়নের নবাব উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), বরইতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ী গ্রামের রশিদ সরকারের ছেলে আলামিন (৪১), গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে বলাই মন্ডল (৪৭), পূর্ব গুয়াডহুরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মালেক (৩৮), সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার মৃত সামছুল হকের ছেলে খোকন (৪০), একই উপজেলার মৃত আব্দুল গণীর ছেলে তোফাজ্জল হোসেন এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক মামলায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের ফটিক মন্ডলের ছেলে গোলাপ মন্ডল (২৫), রফিকুল ইসলামের ছেলে শাকিল (২২), জহুরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (২২) এবং নিমগাছি ইউনিয়নের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আপেল মাহমুদ (৩৪)-কে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
নাশকতা মামলায় সোনাহাটা গ্রামের চান মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর (৩২) এবং চুরি মামলায় চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জাহিদুল ইসলাম (২৭) গ্রেপ্তার হন। পাশাপাশি পাঁচথুপি গ্রাম থেকে মাদক সেবনের সময় আরও চারজনকে আটক করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতরা জুয়া, মাদক, চুরি, নাশকতা ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss