উপজেলা করেসপন্ডেন্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শিষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনি জনসভায় জনস্রোতের মাঝে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত কয়রায় টেকসই ভেড়িবাদ করা হবে, কয়রা পাইকগাছার মানুষের জন্য ২৫০ সজ্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে এবং আরও বলেন, কয়রাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা হবে।
২৪ জানুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৩টায় কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কয়রা উপজেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনি জনসভা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা বিএনপি সদস্য এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শিষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়বুর রহমান, কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।
আরও বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, খুলনা জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব সাঈদ হোসেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, রুপসা উপজেলা বিএনপি আহ্বায়ক মোল্লা সাইফুল ইসলাম, মোল্লা কবির হোসেন, নাজমুস সাকিব, ওহিদুজ্জামান ডাবলু, কয়রা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা এ্যাডভোকেট শেখ আঃ রশিদ, বায়জিদ হোসেন, এফ এম মনিরুজ্জামান মনি, এস এম এ রহিম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজি সিরাজুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি, জিএম রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সালাউদ্দিন লিটন, মোস্তাফিজুর রহমান, কোহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, নুর মোহাম্মদ জমিদার, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ডাঃ নুরুল ইসলাম খোকন, আঃ রহমান বাচ্চু, এ্যাডভোকেট আনিছুর রহমান, কামরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, কোহিনূর আলম, আয়ুব আলী, ওসমানী গনি, বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি মোকলেছুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন,ইউনুস আলী,আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, পীর আলী,, দেলোয়ার হোসেন, রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আকবার হোসেন, সাধারণ আঃ রউফ, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তাতী দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎস্যজীবী দল নেতা মো. আছের আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মামুন হোসেন, মেহেদি হাসান সবুজ, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss