কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
কালীগঞ্জ উপজেলার বাসাইর, জামালপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ফার্মেসিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রি.) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে সেবা ফার্মেসি, বাসাইর, জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর-এর মালিক উত্তম কুমার দত্ত (পিতা: রঞ্জিত কুমার দত্ত)-এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় যে, তিনি হোমিওপ্যাথি সনদ ব্যবহার করে শিশু রোগীদের জন্য ওষুধ সরবরাহ, পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন ওষুধ বিক্রি করছিলেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ০১টি মামলা দায়ের করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন দেব প্রসাদ মিত্র, স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, কালীগঞ্জ, গাজীপুর। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss