বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:
সুন্দরবনের গহীন থেকে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে উদ্ধার হওয়া সেই আহত বাঘিনীটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে? বর্তমানে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীটির চিকিৎসা চলছে।
গাজীপুর সাফারি পার্কের ভেটেনারি অফিসার জনাব হাতেম সাজ্জাত মোঃ জুলকারনাইন এবং ল্যাব টেকনিশিয়ান জনাব মোঃ আতিকুল ইসলাম গত ১২ দিন ধরে দিনরাত এক করে বাঘিনীটির সেবা করে যাচ্ছেন। তাদের এই আত্মত্যাগ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
প্রফেসর ড. হাদী নুর আলী খান-এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত হোয়াটসঅ্যাপ এবং জুমের মাধ্যমে বাঘিনীটির অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ নিয়মিত প্রদান করে যাচ্ছেন।
এছাড়া মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার কর্মকর্তা-কর্মচারীগণ বিশেষ করে রেঞ্জ কর্মকর্তা জনাব মুহাম্মাদ ইসমাইল হোসাইনসহ একদল দক্ষ কর্মী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ,বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী স্যার নিয়মিত বাঘিনীটির স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ এবং বিভাগীয় বন কর্মকর্তাগণ নিয়মিত কেন্দ্রে এসে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করছেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহর রহমতে বাঘিনীটির স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে । সে এখন নিয়মিত খাবার খাচ্ছে এবং চলাফেরা করছে। পায়ের ক্ষতটি শুকাতে কিছুটা সময় লাগলেও মেডিকেল বোর্ড আশাবাদী। ইনশাআল্লাহ, পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তাকে আবার তার আপন আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss